
চাবি দিয়া তালা খুলি
চাবির ভিত্তে কী
চাবির ভিত্তে রঙ তামাশা স্বাদের জিন্দেগী।।
‡
বাক্কা সুন্দর চানখানা কেডা বানাইছে
কেডা আমারে অতক্ষনও কতা বলাইছে
নদীরে
ওরে মরা নদী
চানদের লগে তর কী আছে গভীর মিতালি।।
চাবি দিয়া তালা খুলি
চাবির ভিত্তে কী
চাবির ভিত্তে রঙ তামাশা স্বাদের জিন্দেগী।।
‡
বাক্কা সুন্দর চানখানা কেডা বানাইছে
কেডা আমারে অতক্ষনও কতা বলাইছে
নদীরে
ওরে মরা নদী
চানদের লগে তর কী আছে গভীর মিতালি।।