You are here
Home > কবিতা >

ষোলো আনা চাই

পাগলী পোকাদের ছেড়ে চলে আয়,
উর্বর জমি আমার বর্গা দিয়েছি আজ সাত মাস,
জেনে রাখিস এই জমি তুই ছাড়া বিক্রি হবার না,
ইরি বিরি গাইন্দা ধানের ফসলি মৌসুম আমার,
তর জাবার পূর্ন করবে বারো মাস,
তর নখের আঁচড়ে মাটি পাবে প্রান,
প্রান ভাসবে আবেগের বন্যায়,
এখনো বেঁচে আছে এই মাটি তর স্পর্শের কামনায়,
পাগলী সব কিছু ভুলে সব পাহাড় বেয়ে চলে আয় আমার আঙিনায়,
তকে আমার ষোলো আনা চাই,
এক সিকি কম হলে জ্বলবে আগুন এই বাংলায়।

Leave a Reply

Top