
- শরীরের কোন অংশে ক্যানসারের ভাইরাস পাওয়া গেলে তা কেটে ফেলে দিতে হয়। ডাক্তার তাই করেন। জীবন বাঁচাতে গেলে ডাক্তারকে এমন অনেক নিষ্ঠুর কার্যাবলী অত্যন্ত দক্ষভাবে সমাপ্ত করতে হয়। প্রয়োজনে নিষ্ঠুর হওয়ার নাম মানবিকতা। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশে রোগীর চেয়ে ডাক্তার বেশি।
- আপনার সন্তানকে নিয়মিত সহনশীলতার টিকা দেন যাতে সে গনতান্ত্রিক মানুষ হয়ে ওঠতে পারে।
শিক্ষিত ছাগল শেষ পর্যন্ত মানুষ হয়ে ওঠতে পারে কিন্তু গনতান্ত্রিক ছাগল শেষ পর্যন্ত মানুষের হয়ে ওঠতে পারে না।
- Things end but thoughts survive
- যাদের গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড নেই তাদের গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড শয়তান
- অনেকেই আমাকে ম্যাসেজ দেয় ‘শুভ রাত্রি’। তারা শুভ এবং রাত্রির মাঝখানে ফাঁক রাখে। কিন্তু আমি জানি শুভ এবং রাত্রি বিবাহিত। তাই তাদেরকে আলাদা রাখতে চাই না অন্তত রাতের বেলায়। তাইতো আমি ম্যাসেজ পাঠাই শুভ এবং রাত্রিকে এক করে ‘শুভরাত্রি’
- অনেক স্বপ্ন মনে জন্মায় মনেই মারা যায়। স্বপ্ন যখন মন থেকে হাতে আসে তখনই তা স্বপ্ন।
- সাপের শরীরে বিষ আছে তা সাপ জানে না জানে মানুষ
- মস্তিষ্ককে ঠিক রাখার জন্য চিন্তা করা আবশ্যক। চিন্তাকে আয়নার মতো দেখার জন্য লেখালেখি জরুরী। চিন্তার আখড়া দেহকে ঠিক রাখার জন্য ব্যায়াম প্রয়োজনীয়। যে কন্ঠে কথা বলা হয় তার যত্ন হিসাবে সুররেওয়াজ দরকারী।
সকল কাজ করার জন্য হৃদয়ে প্রেম থাকা ফরজে আইন। একমাত্র প্রেমিকই উপলব্ধি করতে পারে প্রত্যেক কাজ প্রত্যেক কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
- যে মৌমাছি বিষকে মধুতে রূপান্তর করে তাকে মোটিভেশনাল স্পিকার মনে হয় না আমার, যে বিশেষজ্ঞ সাপের বিষকে ঔষধে রূপান্তর করে তাকেও মনে হয় না রাজনৈতিক বক্তৃতার প্রতিশ্রুতি
- আগে অর্জন করতে পারলে আনন্দ লাগতো, এখন বর্জনে প্রশান্তি পাই
- সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে অনেক মাকে ফেইসবুকে আসতে হয়, কারন মায়ের পেট থেকে সন্তানের জন্ম হলেও অনেক মায়ের জন্ম হয় ফেইসবুকের ওয়াল থেকে
- বাংলাদেশ বাংলা ব্যাকরন শেখার আগে ইংরেজি ব্যাকরন শিখে। আমিও শিখেছিলাম। কারন মান্যজন বলতেন চাকরী নামক পরকালে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকবে তখন ইংলিশ ভাষা ও তার ব্যাকরন ছায়া হিসাবে কাজ করবে।
মান্যজনের কথা মিথ্যা নয়, শতভাগ সত্যি! কিন্তু ইংলিশদের গালি দেয়ার আগে মনে হয় একটু ভাবা যেতে পারে কেমন করে তারা এতো মাননীয় জায়গা অর্জন করে নিলো— এটা কী শুধুই আমাদের জাতিগত হীনমন্যতা নাকি আলসেমির ফাইনাল রেজাল্ট…
- সংসারে থেকে আসলে প্রেমটা হয় না। সংসার ইজ সংসার, প্রেম ইজ প্রেম।
যে রাধা রান্নাঘরে নিজের মনকে ব্যস্ত করে তুলে সে রাধা আর রাধা থাকে না, রাঁধা ( রন্ধন>রাঁধা, রান্না) হয়ে যায়।
এভারেস্ট যদি সেলিম ভাইয়ের চায়ের দোকান হয় তাহলে এভারেস্টে চড়ার আনন্দ কেন থাকবে, থাকবে না। যিনি মুভি এডিট করেন আর যিনি মুভি দেখেন দুজনের আনন্দানুভূতি একেবারে আলাদা। এডিটরের থাকে সংসার ধারনা আর দর্শকের মনে থাকে আনন্দ বা প্রেম।
ধরুন, একটি চমৎকার kiss scene আসলো— দর্শক চমৎকারভাবে রোমাঞ্চিত হবে আর এডিটর ভাববেন লাইটিংয়ের আগাপাছা, বেকগ্রাউন্ড মিউজিক, চরিত্রের কস্টিউম ইত্যাদি ইত্যাদি নিয়ে।
সংসার হলো অনেকটা বনসাই গাছ যেখানে স্বাভাবিক বিকাশকে অনেক কাটছাঁট করে (শক্তভাবে বললে, স্বাভাবিক বিকাশকে ধর্ষন করে) সৌন্দর্যের বোরখা পরানো হয়।
সংসার দেখলে প্রেম পালায় পালায়, সংসারও পারে না প্রেমের কাছে পৌঁছে যেতে।
জীবন তাই সেই চূড়ান্ত হিসাব যার ব্যালেন্সজের কোনোদিন মিলে না। তাইতো পরকাল, স্বর্গসুখ, পাপপুন্য নামক বিবিধ খরচ এসে চূড়ান্ত হিসাব মেলানোর চেষ্টা করে মাত্র।
তবে জীবন, প্রেম গহীন বনের সেই গাছ যে জানে জীবন সীমিত কিন্তু সীমিত জীবনের সবটাই জানে।
- সুইজারল্যান্ড না থাকুক, ড্রিমল্যান্ড তো আছে
- আমার একমাত্র শত্রু আমি। তাই প্রতিনিয়ত আমি আমাকে পরাজিত করার চেষ্টা করি। আমার একমাত্র বন্ধু আমি নিজে। তাই প্রতিনিয়ত আমি আমাকে পুরস্কৃত করার কাজে ব্যস্ত থাকি। আমি মূলত আমাকে ঘৃনা করি এবং ভালোবাসি।
- বানর বলে পৃথিবীতে বানর নাই
- দুধ যদিও গরম দুধ খেলে আমার ঠান্ডা লাগে
- তুমি শিশু তাই আমার মনকে খেলাঘর করে প্রায় নোংরা করে ফেলো
- অতীত আমার প্রিয় ঘর। অতীতঘরের চারদিকে শক্তিশালী দালান, দরোজাও শক্তিশালী। অতীতঘর থেকে যখন বের হই তখনই শক্তিশালী তালা দিয়ে দরজা বন্ধ করি যেন চুর না ঢুকতে পারে। তারপর চাবি ফেলে দেই নদীর জলে যেন আমিও না ঢুকতে পারি
- আমার প্রেমিকার নাম ব্যক্তিত্ব।ব্যক্তিত্ব মানে তা যা আমাকে অন্যের কাছ থেকে আলাদা করে।
ব্যক্তিত্ব ভেঙে দশটা প্রেম করা যায় অর্থাৎ ব্যক্তিত্বহীনই দশটা প্রেম করে। তাছাড়া ব্যক্তিত্ব এমন এক প্রেমিকা যে সারা জীবন সঙ্গে থাকে, হাসির স্থলে কাঁদায় না; কাঁদার স্থলে হাসায়, প্রশান্তি বনে হাঁটায়।
- মৃত্যু আমার জন্য ছয়তলায় অপেক্ষা করে। আমি চারতলায় উঠে পরি। চারতলায় উঠে দেখি দুই ও তিন তলায় ব্যাপক বৈষম্য চলতেছে, আর নিচতলায় চলতেছে অরাজকতা। তখন মৃত্যুকে বলি ‘থামো’— দুইতলা এবং তিনতলার বৈষম্য একেবারে নির্মূল না করা পর্যন্ত, নিচতলার অরাজকতা একেবারে শেষ না করা পর্যন্ত তোমার কোনো অধিকার নাই আমাকে ছয়তলায় ডেকে নিয়ে যাও। তাই বলছি ছয়তলা থেকে সরাসরি আসমানে চলে যাও। আমার প্রয়োজনে আমিই তোমাকে ডেকে নিবো। মৃত্যু তখন হাসে এবং কোনো এক অজানা কারনে সে প্রতিজ্ঞা করেছে পৃথিবীর শান্তির জন্য সে আমাকে সহযোগিতা করবে।
- আদম প্রথম আত্মহত্যা করেছিলেন। ফলে তাকে জান্নাত থেকে পৃথিবীতে আসতে হল। পৃথিবীতে যারা আত্মহত্যা করে তারা কি জান্নাতে চলে যায়?
- অনেক কিছু দেখতে হয় শুনতে হয় যা পুতুল নাচের ইতিকথা
- পাথরের মধ্যে একমাত্র কালো পাথরেরই ক্ষমতা আছে আপনার সাদা ঠোঁটকে নিষ্পাপ করে দিতে
- মানুষের অনেক রাষ্ট্র থাকলেও রোগ মহামারীর রাষ্ট্র একটাই— পৃথিবী! ধর্ম যুদ্ধ রাষ্ট্র রাজনীতি অর্থনীতির নামে মানুষ যত আলাদা হবে তত শক্তিশালী হয়ে উঠবে রোগ-জীবাণু মহামারী!
- যারা বলে জনপ্রিয় লেখা ভালো হয় না জনগনের জানা প্রয়োজন তারা কিন্তু জনগন না
- যা ভালো লাগে না তা থেকে দূরে থাকলে ভালো লাগা তৈরি হতে পারে, যা ভালো লাগে না তার কাছে থাকলে বিরক্তি বাড়ে
- আগে দুধে পানি মেশাত, এখন পানিতে দুধ মেশায়
- দেখে দেখে খেলাটা দেখাতে হয় শেষে
- আমাকে বলা হলো জন্মগ্রহণ করেছি। আমাকে মুখস্থ করানো হলো পৃথিবীতে আমার জন্ম হয়েছে। অথচ মৃত্যুর ঠিক কয়েক মুহূর্তের পর জানতে পারি পৃথিবীতে আমার জন্ম নেয়ার কথা ছিল।
- মানুষ শান্তি খোঁজে। অথচ কাজ থেকে শান্তি আসে
- নারীরা বিভিন্নভাবে ধর্ষনের শিকার হচ্ছে, বাংলাদেশে প্রথম বড় আকারে সাহস নিয়ে বলেছিলেন Taslima Nasreen, তাঁকে দেশ ছাড়তে হয়েছে! এখন শিক্ষাবিদরা পত্রিকার পাতায় ধর্ষন নিয়ে বড় করে কথা বলেন, তারা সম্মানি পান।
যাঁকে সম্মান দেয়া দরকার তাঁকে অসম্মানিত করাও বড় ধর্ষন। বড় ধর্ষন টিকে থাকলে নদীর জল কখনো শুকাবে না প্রিয় আমার।
- পাপ যত গোপনেই করেন না কেন শাস্তি পেতে হবে প্রকাশ্যে
- চলার পথে একবার পাথরের সাথে ধাক্কা খেয়েছিলাম, ব্যথা লাগে তবে রক্ত আসেনি। পাথরটাকে মনে রাখতে চায়, ব্যথাকে না। কারন চলার পথে এমন অনেক পাথর আসবে যাদের জন্ম ব্যথা দেয়ার জন্য।
- শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি যখন ছাত্র তখন কোনো একদিন অনিয়মের বিরুদ্ধে কথা বললেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কার করল। তাঁর জীবন সেই দিনই থেমে যেতে পারতো। না, থামে নি। একটি বহিষ্কার মাথায় নিয়েও তিনি হয়ে ওঠলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আমার একটি কথা খুব জানতে ইচ্ছে করে— এখন কী অনিয়ম নাই! অনিয়ম থাকলে কোনো নেতা বহিষ্কার হয় না কেন!?
- হে প্রভু যা তুমি পরিবর্তন করো না তাই তোমার অহংকার আর তাই আমাদের নিয়তি
- যারা দুধ খেয়ে চলে যায় কিংবা দুধ খাওয়ার জন্য থাকে অথবা দুধ খেতে খেতে দুধেই মারা যায় তারাই দুধের মাছি
- এই শহরের মেয়েরা প্রেমিককে তো আর ভাঙতে পারে না, তাই মোবাইল ভাঙে, আমাদের নারীদের শক্তিপ্রয়োগ মোবাইল পর্যন্ত
- ভালোবাসা শব্দটি একটি ট্যাবলেট। এই ট্যাবলেট যারা সেবন করে তারা ইউফোরিয়া আনন্দে আক্রান্ত হয়ে যায়, তাদের মধ্যে হরমোনাল পরিবর্তন ঘটে, তাদের আচরন অনেকটা বানরের মতো দেখায়।
- মোমের মতো যারা গলে যায় তাদেরকে আমি সেবা বলি, আমরা প্রতিদিন মানুষ চাই, মানুষের পৃথিবী প্রতিদিন অন্ধকারের পর ভোর, ভোর হলেই আয়নার মতো তারা নিজেকে দেখে, অন্ধকারের মতো তারাও আলো, ভুলে যায় তারা আলোতে কালোতে লেগে থাকা বিবেদ, মানুষ মানুষ হৃদয়বাহী নেই কোনো প্রকার প্রাকার প্রভেদ
- মরে যাওয়ার পর দেখবেন পৃথিবীটা কবর ছিলো
- ভালো যদি বাসা বাঁধে তবেই ভালোবাসা ,ভালো যেখানে বাসা বাঁধে তার নাম মন; মনের সংস্কৃতি প্রেম।
- সন্তানকে ছোটোলোক করার পেছনে বাবামার মহান মহান ভূমিকা থাকে। সুতরাং বাবামার কোন কোন মহান ভূমিকা আপনারা অস্বীকার করিবেন।
- দুটি পাখি উড়বে উড়বে, উড়িবে উড়িবে, আবার কী যেন এক টানে টানে নীড়ে ফিরবে ফিরিবে, এই টানের কোনো আকিকা নাম নেই, এই টানের কোনো দায়বদ্ধতা নেই, এই টান গভীর এক চেতনার নাম যে চেতনার কোনো গন্তব্য ভাষার পৃথিবীতে খোঁজে পাওয়া যায় না, এ যেন শুধুই ভ্রমন
- অসুস্থ হলে আম্মাকে জানাতে ভালো লাগে না। কারন তিনি সেকেন্ডপ্রতি কেয়ার নিতে শুরু করেন। তিনি যেন নিশ্চিত হয়ে যান আমি নয়, তিনি অসুস্থ হয়ে গেছেন। এত কেয়ার ভালো লাগে না। কিছু ভালো না লাগাতেও থাকে পরম প্রশান্তি!
- হস্তিনাপুরের ভীম করলাকে রাতভর মিষ্টির সিরার মধ্যে ডুবিয়ে রাখে। ভীমের ধারনা ছিল মিষ্টান্নের সংস্পর্শে এসে করলা মিষ্টি হয়ে যাবে। কিন্তু করলা করলাই থেকে যায়।
# করলা গাছের বৈজ্ঞানিক নাম Momordica charantia। করলার আদি নিবাস ভারতীয় উপমহাদেশ, যা ১৪শ শতাব্দিতে চীনে নিয়ে যাওয়া হয়।
- অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যায়— ডাক্তার প্রেম নয়, প্রয়োজন। প্রেম ত তাই যার কাছে না গেলে অসুস্থ হতে হয়।
- ঠাণ্ডা-ঠাণ্ডী কিছু দিন প্রেম করার পর বিয়ে করে।
তাদের বিবাহ উৎসবের নাম কাশি।
- পৃথিবীতে নাকি মানুষ বেঁচে আছে, অথচ মানুষের বেঁচে থাকার কথা
- নাক অবশ্যই আপনার আপন,নাককে আপন ভেবে খাবারের কাজে ব্যবহার করবেন না
প্রথম পর্ব : আফালের মাছ [ ১ ]
দ্বিতীয় পর্ব : আফালের মাছ [ ২ ]
তৃতীয় পর্ব : আফালের মাছ [ ৩ ]
চতুর্থ পর্ব : আফালের মাছ [ ৪ ]