মানুষ দিয়ে মানুষ গড়া শব্দে যেমন কবিছড়া দেহ জানে জলের ধারা বাতাস অচল তুমি ছাড়া কোথায় তুমি কেমন আছো কে হাসো কে ভাসো কে নাচো খোশমেজাজে দেহসুরে তুমি বাজে চিনতে বলো তোমার সাজে চেনার পরেও দাওনা ধরা মানুষ দিয়ে মানুষ গড়া তুমি প্রিয় দূরের তারা
Day: August 11, 2021
ব্যবসায়ী এবং ব্যবসায়ী
সাপ একবার বলল তোমরা আপেল খাও, তারপর থেকে তারা বারবার আপেল খেতে লাগলো। আপেল খাওয়ার কারনে পৃথিবী নামক দ্বীপে তাদেরকে নির্বাসন দেয়া হলো। তবুও তারা আপেল খাবে। জান্নাতে যেমন সাপ ছিল পৃথিবীতেও সাপ আছে। তবে পৃথিবীতে সাপ এসে ব্যবসায়ী হয়ে গ্যাছে– মাছ ব্যবসায়ী, গাইড ব্যবসায়ী, শিক্ষা ব্যবসায়ী, গান ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, কর্ম ব্যবসায়ী, ব্যবসায়ী এবং ব্যবসায়ী।