Skip to content
মিছিলের ভীড়ে বহু আগে হারিয়ে গেছে জমিলা
লাল শাড়ি চাকরি নিয়েছে বৃদ্ধার কামনার ঘোরে
বৃদ্ধের চোখে জড়িয়ে থাকে লিপস্টিক হাসি
প্রেমের গন্ধম কৌনিক দাবি, উপপাদ্যের পাঠশালা
মজিদ, হুসেন মিয়া আধখানা সমাজ, আধখানা তাহাদের কুর্নিশফাঁড়ি
নিথুয়া এজাজত প্রতিপাদ্য স্মরণসভা, কাতারে বক্তব্য, বক্তব্যের সারি
চাঁদের জোছনা পৃথিবীর আলোয় দ্বিতীয় অর্জুন
সীতা বির্সজনে নারীপ্রগতি, সময়ের সাংসারিক গুণ
বহুকাল হয়ে গেল সখিনা বিবির কান্দন থামেনি
এখনকার জমিলা রান্না করে আবেগ– মমতার তরকারি