রাধা যখন ঘর ছেড়ে বৃন্দাবনে যায় যমুনা নদীতে বাঁধ দেয় কৃষ্ণ কানাই ঢাকা শহর কান্দে তখন হায়রে হায় সাপের মাথায় মিনার দেখে কান্দে রেজা ভাই।। ঘর ভর্তি মানুষ তবু শুন্যতার বাজার বৃন্দাবনের হাওয়া লাগলো গতরে তাহার তাবিজ টুনা কাকে বলে তা তো জানি না চর্মে মর্মে জ্বলে রেজা রাধাই বুঝে না।। বুঝে না বুঝে না কেউ বুঝাইতে চায় দিবে না দিবে না কেউ নেবার আশায় যদি তাকে একবার সরল পথে পাই কসম খোদার রেজা তারে রাখবে মাথায়।।
Day: July 26, 2021
বলেও বলি না তারে…
কি যে সে ভাবে কি যে সে ভাবে ভাবনার অন্তরালে কি যে সে চায় কি যে সে চায় তার চাওয়া সে ন জানে ডান হাতে তার সোনার পৃথিবী বাম হাতে তার সাগর জলভরা সাগর মাঝি চলে নৌকা চলে নাগর কি যে সে চায় কি যে সে চায় তার চাওয়া সে ন জানে কি যে সে ভাবে কি যে সে ভাবে ভাবনার অন্তরালে ঠোঁটে তার মিটিমিটি হাসি চোখে জল রাশি রাশি চুলে তার মেঘকালো আসমান দরিয়া ভরি বলেও বলি না তারে ভালোবাসি, ভালোবাসি ভুলেও বলে না আমারে চলো এক সাথে বাঁচি চলো এক সাথে বাঁচি এমন করে দিন যায় রাত আসে মনের ছাদে দুটি পাখি দুই ঘরে বাকবাকুম বাকবাকুম ডাকে এমনই করে দিন গেলে ভালো হত এমনই করে দিন গেলে হত না ভালো চলছে আষাঢ়ে আকাশ মনে তার দোলদোল পায়ে নুপূরে বাতাস মেঘ করে পরপর চাওয়া কাঁপে থরথর আকাশের ঘর নাই তবু তো তারে চাই তবু তো তারে চাই দুই পাখি দুই ঘরে মন চায় দেহ পাড়ে দেহ