You are here
Home > কবিতা >

সব নদীতে একই জল

সব নদীতে একই জল
সব জলে নাই পদ্ম কমল
সব আকাশে একই নীল
সব নীলে নাই মজনু মিল
সব মানুষের একটাই মন
কেউ সুজন কেউ কুজন
কেউ আবার জলদেশে অবাধ্য এক বিল
কেউ আবার নীলাম্বরী ডাকাতবেশী চিল
সবাই যখন সবার মতো চলছে রাতদিন
আমার মনে কবরগুলো বাজায় মৃত্যুবীন

Leave a Reply

Top