You are here

ঘর নেই বাড়ি নেই রাস্তায় সুখ নেই

অপরাধ খুলে কেউ
ভুলে গেছে মানুষের মুখ
অপরাধ খুলে কেউ
কেড়ে নিল মানুষের সুখ।।

ঘর নেই বাড়ি নেই রাস্তায় সুখ নেই
জেগে আছে অবিচার দ্বন্দ্ব
মানবতা মানবতা মানবতা মানবতা মানবতার স্লোগান বন্ধ।।

আজকের শিশু নেশায় ভাসছে
কালকের শিশু অস্ত্র হাতে
ফুল কন্যাটি ভুল পথে হাঁটছে
জেগে আছে অবিচার দ্বন্দ্ব
মানবতা মানবতা মানবতা মানবতা মানবতার স্লোগান বন্ধ।।

পাখিদের ঘর নেই
জলেতে মাছ নেই
শান্তিতে নেই শান্তির পায়রা
জেগে আছে অবিচার দ্বন্দ্ব
মানবতা মানবতা মানবতা মানবতা মানবতার স্লোগান বন্ধ।।

Leave a Reply

Top