অপরাধ খুলে কেউ ভুলে গেছে মানুষের মুখ অপরাধ খুলে কেউ কেড়ে নিল মানুষের সুখ।। ঘর নেই বাড়ি নেই রাস্তায় সুখ নেই জেগে আছে অবিচার দ্বন্দ্ব মানবতা মানবতা মানবতা মানবতা মানবতার স্লোগান বন্ধ।। আজকের শিশু নেশায় ভাসছে কালকের শিশু অস্ত্র হাতে ফুল কন্যাটি ভুল পথে হাঁটছে জেগে আছে অবিচার দ্বন্দ্ব মানবতা মানবতা মানবতা মানবতা মানবতার স্লোগান বন্ধ।। পাখিদের ঘর নেই জলেতে মাছ নেই শান্তিতে নেই শান্তির পায়রা জেগে আছে অবিচার দ্বন্দ্ব মানবতা মানবতা মানবতা মানবতা মানবতার স্লোগান বন্ধ।।
Day: July 25, 2021
সব নদীতে একই জল
আতকা পর্যটক
ক হঠাৎকে আমাদের এলাকায় বলে আতকা। আতকা ফকির আমাদের এলাকায় প্রচুর রয়েছে। আমরা আতকা ফকির না— আতকা পর্যটক। আতকা ঘর থেকে বের হয়ে যাই চোখকে পাঞ্জেরি মেনে। মান্যবর চোখ আমাদের নিয়ে যেতে থাকে গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে। জলসাতে আড্ডা দিচ্ছিলাম। সাইদুর আঙ্কেল, আমিনুল ইসলাম ভাই, নবী হোসেন ভাই, সৈকত আর আমি। আতকা পর্যটক হয়ে উঠার ইচ্ছা জাগে। ড্রাইভার বাবুকে পেয়ে গেলাম। চলো নাছিরনগর থেকে ঘুরে আসি। বাবু নিমিষেই রাজি। আমার জানামতে আড়াইসিধা থেকে নাছিরনগর রিক্সাভ্রমন কেউ করে নাই।আমরা প্রথম ইতিহাস নির্মান করলাম। ভবিষ্যতে আরও কেউ করতে পারে। সরাইল কুট্টাপাড়ার মোড় থেকে নাছিরনগর আসাযাওয়ার রাস্তাটি অসাধারণ। আমাদের এলাকার মানুষ এই রাস্তাটিকে মিনি কক্সবাজার বলে। দুইপাশে জলের সারি। মাঝখানে রাস্তাটি। এই রাস্তাটি দেখার জন্যে হাজার হাজার মানুষের ঢল নামে এই বর্ষাকালে। এই