You are here
Home > ভাষা >

বাওনবাইরার ভাষা [ ৫ ]

শব্দের মাঝে কিংবা শেষে যদি ‘ট’, ‘ঠ’ থাকে তবে তা ব্রাহ্মাণবাড়িয়ার আঞ্চলিক উচ্চারণে ‘ট’, ‘ঠ’ স্থলে ‘ড’ হয়

  • কাঁটা > কাডা;
  • নাটাই > নাডাই;
  • ফাটা > ফাডা;
  • নটী > নডি;
  • ছুটি > ছুডি;
  • কোটা > কুডা;
  • মাটি > মাডি;
  • ছাটাই > ছাডাই;
  • মাঠ > মাড;
  • কাঁঠাল > কাডাল;
  • বৈঠা > বৈডা;
  • ওঠটি >ওডতি,
  • উঠোন > উডান।

Ξ আরও পড়ুন Ξ 

♥ বাওনবাইরার ভাষা [ ৪ ]

♥ বাওনবাইরার ভাষা [ ৩ ]

♥ বাওনবাইরার ভাষা [ ২ ]

♥ বাওনবাইরার ভাষা [ ১ ]

Leave a Reply