
মৃত গাছে ফুটে না ভালোবাসার ফুল
মৃত শিশু ফিরে না নিজ মায়ের কুল
দিনরাত নামে ঠিকই আগুনের ফুল
নদীজোয়ার ভাঙে ঠিকই নদীর কূল
সব কিছু সব পথে ঠিকঠাক চলে
মানুষ নিজের মতো ভুলভাল বলে
∴—————∴
কবি হওয়ার আগে মানুষ হয়েছি
মানুষদের প্রেমিক হতে হয়
প্রেমিক হয়ে দেখি
গরু-ছাগলের পৃথিবী,
ঘাস খায়, ফণা তুলে