মৃত গাছে ফুটে না ভালোবাসার ফুল মৃত শিশু ফিরে না নিজ মায়ের কুল দিনরাত নামে ঠিকই আগুনের ফুল নদীজোয়ার ভাঙে ঠিকই নদীর কূল সব কিছু সব পথে ঠিকঠাক চলে মানুষ নিজের মতো ভুলভাল বলে ∴—————∴ কবি হওয়ার আগে মানুষ হয়েছি মানুষদের প্রেমিক হতে হয় প্রেমিক হয়ে দেখি গরু-ছাগলের পৃথিবী, ঘাস খায়, ফণা তুলে
Day: July 20, 2021
বাওনবাইরার ভাষা [ ৫ ]
শব্দের মাঝে কিংবা শেষে যদি ‘ট’, ‘ঠ’ থাকে তবে তা ব্রাহ্মাণবাড়িয়ার আঞ্চলিক উচ্চারণে ‘ট’, ‘ঠ’ স্থলে ‘ড’ হয় কাঁটা > কাডা; নাটাই > নাডাই; ফাটা > ফাডা; নটী > নডি; ছুটি > ছুডি; কোটা > কুডা; মাটি > মাডি; ছাটাই > ছাডাই; মাঠ > মাড; কাঁঠাল > কাডাল; বৈঠা > বৈডা; ওঠটি >ওডতি, উঠোন > উডান। Ξ আরও পড়ুন Ξ ♥ বাওনবাইরার ভাষা [ ৪ ] ♥ বাওনবাইরার ভাষা [ ৩ ] ♥ বাওনবাইরার ভাষা [ ২ ] ♥ বাওনবাইরার ভাষা [ ১ ]