হলুদ শাড়ি কালো ব্লাউজ ছোট্ট একটা কালো টিপ গলায় মুক্তা ফুলের মালা নীল রঙের সহজ স্যান্ডেল চোখে নিরাপদ হাসি চুল বাঁধনহারা নো লিপস্টিক নো কানফুল সবুজ আর বেগুনি রঙের একুশটি চুড়ি হাতে জলপাই রঙের ছোট্ট একটি ব্যাগ বাম পায়ে হালকা সাদা রঙের একটি নূপুর তারপর একটি নির্জন গোধূলি একপাশে জল একপাশে বন
Day: July 17, 2021
সব পথ ছেড়ে, সব মত ভুলে
তোমাকে পাঠ করতে গিয়ে অপঠিত থেকে যাই আমি আমার নদী-নালা, খাল-বিল বৃষ্টির লুকোচুরি খেলা, রৌদ্রের ডানায় মনচিল বার বার ফিরে আসি চলনবিল থেকে হাকালুকি হাকালুকি থেকে কোপাই নদী, শ্রীনিকেতনের গভীর চলন থেকে রাজনগরের মুক্ত আকাশ এখনো সুরঞ্জনা নগ্ন মাছির মতো উদাস, উদাস বাউল গান গেয়ে যায়, কণ্ঠে তার ভৈরবী সুর সব পথ ছেড়ে, সব মত ভুলে আমি এখন বেসুরা অসুর তোমার গান গাইতে গিয়ে আমি এক অশ্রাব্য সুর তাই বিমানের ভেতরে বিমান কিনে মাহফিল হবে, পাঠ হবে নিজমগ্নের দরুদ সাল্লু আলাইহি…ওঁম শান্তি ওঁম