You are here
Home > কবিতা >

পুঁটিমাছদ্বন্দ্ব

আমি থেকে পিতা, পিতা থেকে পিতামহ
যুগের পর যুগ, কালের পর কাল
শালবীথির নীরবতা থেকে আমাজানের গভীরতা
মানুষের চোখে আকাশ দেখেছি, প্রেম দেখেনি
আকাশ লুকানো বাতাস, বাতাস লুকানো প্রেম
সফোক্লিসের ইদিপাস, ঘাটের কথার সন্ন্যাস
রাজনগর বাজারে বিক্রি করে হরিতকীজল
আমরা কিনি চকোলেট, প্রসাধনী বেদ
অথচ ইলেট্রন কেমন প্রেমময় চোখে করেছিল ভ্রমণ প্রোটনের দিকে

পেয়েছি মানুষজন্ম
যেখানে প্রেমের মাথায় গজায় ভোগের বটগাছ
প্রতিটি মানুষ পুঁটিমাছদ্বন্দ্বে করে বসবাস
দিনের পর দিন রাতের পর রাত
মানুষজন্ম ইভের ইতিহাস, ভোগের সকাল

Leave a Reply

Top