ছোট জানালা বড় মাঠ ছোট মাঠ বড় জানালা আকাশ দেখা যায় আকাশ ধরা যায় নীড়ধরা সন্ধ্যাপাখি ছোট নৌকা পানসে নদী শ্যামাকন্যা জলঘাট পালতোলা দেহতরী জলে জন্ম জলে মরি দালান ঘরে মাটির আশা মাটির ঘর মাটির আকাশ দুটি চোখ চোরের আশা চড়ুই পাখি চলে যাওয়া প্রাণমুখ অবহেলিত বাক্যে মরে যায় নরম তুলতুলে মন ব্যস্ত শহর ব্যস্ত মানুষ ব্যস্ত ধন জন ঠান্ডালাগা গলা কান্নাভেজা গলা বুঝে তারা আপন আপন যারা ঘুম চোখে বাউল পাখি কোন সুরে গায় গান কেমনে বুঝি আমার মনে তোমার মনের টান ছোট জানালা বড় মাঠ খোলা আকাশ খাবনামা ফালনামা ও তাবীর খেলছে চোখ খেলছে হাত খেলছে খোলা কান দূরে তুমি সময়-সুতা মানুষ ঘুড়ি অসীম সীমায় তুমি ঝড় তুমি শীত তুমি বন্যা তুমিই কলেধরা বান
Day: July 12, 2021
কিছু মেঘ আর কাঁচা রোদ
বাতি নিভে যাওয়ার মতো কোনো সন্ধ্যা আসেনি গরম অন্ধকারের মতো কোনো রাত আসেনি শিবের মতো কোনো ভোর আসেনি আমার জীবনে আমার জীবনে এসেছে একটা আকাশ সাথে কিছু মেঘ আর কাঁচা রোদ নিয়ে, কুয়াশা আর কিছু টকবগে বাতাস নিয়ে একদিন অনেক দূরের আকাশকে ডেকে নিয়ে আসে আমাদের আকাশ, আমাদের উজান গাঙে নেমে এলো মধুরমা স্বপ্ন, জালে দেখা দিল বড় বড় খৈল মাছ, আমাদের গবাদি পশুর হাঁট দারুন জমে ওঠলো, গাছঘরে বাড়ে কলরব, মাঠে নেমে আসে দর্শন, দুগ্ধবতী হয়ে ওঠে আমাদের আড্ডা, উর্বরবতী রস আসে আমাদের চুম্বনে, আমাদের কথার ফিতা দেয়াল থেকে বের হয়ে গ্যালাক্সির উঠোনে প্রীতি ম্যাচের আয়োজন করে পৃথিবী ভুলে গেলো সাপ্লিমেন্ট নিয়তি, পৃথিবী আস্থা রাখতে আরম্ভ করে কর্মে সংগ্রামে কৌশলে পৃথিবী ভুলে গেলো হয় মারো নয় বাঁচো নীতিমার্কা ঢেউটিনের ঢেঁকুর। আমাদের পৃথিবী এখন একগুচ্ছ ফুলের
মহিমা চৌধুরী
আয়নাবাজি সিনেমার পর বাদশা ভাই সবচেয়ে জনপ্রিয়। না, বাদশা ভাই কোনো সিনেমার নাম না। বাদশা ভাইয়ের দোকান। ভাসমান দোকান। উদ্যানে তার ভাসমান খাবারের দোকান। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে বাংলা একাডেমির কর্মকর্তা মিডিয়া ব্যক্তিত্ব সবাই তার খাবারের ভক্ত। সে যখন প্রথম উদ্যানে খাবার চালু করে আমি ছিলাম তার দোকানের প্রথম কাস্টমার। আমি তার খাবার খেয়ে বলেছিলাম আপনি তো একদিন অনেক জনপ্রিয় হয়ে যাবেন, আমার কথা কিন্তু মনে রাখবেন। সে একটি বিনয়ের হাসি দিয়েছিল। আজকেও বাদশা ভাই আর তার বউয়ের আচরনে বিনয় আছে কিন্তু প্রথম কাস্টমার হিসাবে আমার কোনো আলগা সুবিধা নাই। বারোটার মধ্যে তারা উদ্যানে চলে আসে। প্রায় চারটা পর্যন্ত তাদের খাবার চলে। আজকে আসতে একটু লেইট হচ্ছে। একটু বলতে প্রায় দেড় ঘন্টা। সবাই খাবার খেতে আসে কিন্তু খাবার তো আসেনি। অপেক্ষা