You are here
Home > কবিতা >

তোমার চলন দেখে…

চলন্ত ট্রেন কখনো জানে না তার গতি কতটুকু
তোমার চলন দেখে আমাকে থামতে হয়
ভাবতে থাকি নাপা কিংবা প্যারাসিটামলে চলবে কিনা
কিন্তু না
তুমি হালুবালু পথচারী, ক্রনিক রোগীর মতো হাউসে চলো
মিউটেশনে জন্ম দাও অগোছালো মেঘ
আমি তো পাহাড় নই, ছোঁয়ে যাবো তোমার শরীর
তাই দূর্বাফুলে চোখ রেখে আয়ুর ইতি টানার সিদ্ধান্তে অটল
ভাসমান মেঘ কিংবা কম্পনজনিত আবেগে নয়

উপসংহার:
তোমার মনের হাসপাতালে অনেক রোগী
আমার দেশে ডাক্তারের ক্রাইসিস

Leave a Reply

Top