You are here
Home > ভাষা >

বাওনবাইরার ভাষা [ ৩ ]

  • কইতারিনা আমি = বলতে পারি না আমি
  • মতলব = ইচ্ছা, অভিলাস
  • কনদা নামবা = কোন দিক দিয়ে নামবে
  • সুন্দর অইবো = সুন্দর হবে
  • থিরি= তৃতীয়
  • কমু আমি = আমি বলবো
  • যাই ত = হুম, যাই
  • আইফুরমু = আসবো
  • ছক্কা খেলা = লুডু খেলা
  • নিচে যা = নিচে যাও
  • চারহি = চাকরি
  • চিললান = চিৎকার
  • লেম্বু/ লেম্বু= লেবু
  • কিএললাইগ্যা = কী কারণে
  • লেং দেয়া = কৌশলে পা দিয়ে পায়ে আঘাত
  • বেততমিজ = বেয়াদব
  • ছাইরা দে = ছেড়ে দাও ( তীব্র রাগ এবং আকুতি প্রকাশ)
  • আইচ্ছা = ঠিক আছে
  • পাকনা= পরিপূর্ণ পাকা, অকাল পক্ক
  • পাকনামী = অতিরিক্ত পাণ্ডিত্য প্রদর্শন
  • গাডা = আঙ্গিনা ~ বাড়ির গরু গাডার ঘাস খায়না = কোনোজন নিকটজনকে গুনীজন হিসাবে মূল্যায়ন করে না।

[ব্রাহ্মণবাড়িয়া জেলার আঞ্চলিক ভাষা]

দ্বিতীয় পর্ব: বাওনবাইরার ভাষা [ ২ ]
প্রথম পর্ব: বাওনবাইরার ভাষা [১]

Leave a Reply

Top