
∞
আমি কিন্তু তোমার কথা ভাবি
তোমার চোখে আকাশ পাহাড় নদী
মাঝি হয়ে চালাই যখন তরী
তুমি তখন কাব্য মাতাল ছবি
চোখ ভরা নীরবতায় তোমার ছবি আঁকি
বুকপকেটে প্রতিজ্ঞাফুল গন্ধ নিয়ে বাঁচি
একের ঘরে দুইয়ের খেলা তবুও আমি হাসি
চোখের জলে মন ভাসে না, মনের জলে ভাসি
∞