You are here
Home > কবিতা >

তখন তুমি মাত্র দুপুর

মানুষ হয়ে রাতের মতো কথা বললে
আমি কিন্তু ঠিকই একটা ভোর কিনবো

ভোরের সাথে সূর্যে যাবো
ভোরের কথায় দুঃখ পাবো
ভোরের চোখের শিশির খাবো

তখন তুমি ঠিকই একটা ভোর হবে
আমরা তখন দুপুরস্রোতে বিকাল হবো
বিকালপরে অন্ধকারের খরস্রোতা এক নদী পাবো

তখন তুমি মাত্র দুপুর
পাওয়ার ইচ্ছায় তীব্র ব্যাকুল
আমরা তখন দুপুররাতের শান্তি সুখের কুমকুমাকুম

এমনি করে বয়বে রাত
এমনি করে নামবে দিন
পাখি গায়বে গায়বে গান
একটি নদী জলে ভরা
একটি নদী চরে খরা

Leave a Reply

Top