নদী ছিলাম ছোট হাওর কিংবা ডোবা নয় সাগরই ছিলাম সাগরিকা অভিজ্ঞতার ঝকমকে রস যদি জ্ঞান হয় জ্ঞানী নয়, জ্ঞান জন্ম হচ্ছে সবুজে শ্যামলে জীবন যখন টাইগ্রিস-ইউফ্রেটাস যূপকাষ্ঠে পূর্ণ ঝরনাকন্যা স্বজাতি ত্যাগ করে নীলসাধু জলে তখন তুমি গানিতিক মানুষ জলের পাড়ে আমাকে হিসাব কর ত্রিকোণমিতিক এ্যাঙ্গলে পাই -থিটার মানে মাপো আমার মানসিক বাহু আমিও হয়ে গেলাম গানিতিক ফর্মুলা এখন তোমার চোখে জীবন নেই আমি আছি নদী নয়, সাগরই ছিলাম জলের সাথে কথা বলে জলে গেলাম ছায়ার সাথে হেটেমেটে কায়া পেলাম জোছনা রাতের আকাশ তবু আকাশ পেলাম ফুলরঙ্গ গন্ধে চলে বাগান সুবাস চলছি রোজ জলের ভেতর সাগরবাস
Day: April 24, 2021
আদম, হাওয়া আর সিসি ক্যামেরা
আল্লা ফেরেশতা বানাইলেন। ফেরেশতার ভালো কাজ ব্যতীত অন্য কোনো প্রকার কাজ করার ক্ষমতা নেই। আল্লার সামনে শয়তান নিজের অবস্থান শক্তিশালী করে। শয়তানেরও খারাপ কাজ ব্যতীত অন্য কোনো কাজ করার ক্ষমতা নেই। আল্লা মানুষ বানাইলেন যারা সবকিছু করতে পারে— ভালো কিংবা মন্দ অথবা মন্দ ভালো। তাইতো আদম-হাওয়া পরাধীন জীবন পছন্দ করে না, পছন্দ করে না সি সি ক্যামেরা। বেহেশতে সি সি ক্যামেরা আছে— যাকে সবকিছু করার ক্ষমতা দেওয়া হয়েছে সে কী নিষেধ মানে! হাওয়া-আদম গভীর প্রেমে ব্যস্ত— তার পাখনায় তার পালক, তার পালকে তার রক্তের স্পন্দন। সি সি ক্যামেরায় তাদের দেহজ প্রেমবাক্য রেকর্ড হয়। আল্লা তাদের ডাকলেন এবং স্বাধীন ভূমি পৃথীবিতে পাঠাইলেন। আদম স্বাধীন মনে কান্দে কেউ তাকে সান্ত্বনা দিতে আসে না, হাওয়া চোখের জলে বুক ভাসায়— কেউ টিসু প্যাপার নিয়ে হাজির হয় না। পৃথিবী