বিশ্বাসের ঘরে শুন্যতা শুন্যতা গোয়ালে, শুন্যতা নদীর ভেতরে-বাহিরে শুন্যতা ইমাম সাহেবের আসমানী ওয়াজে দেবদারু বৃক্ষের নিচের আসনটি শুন্য শুন্য প্রান্তিক রেলওয়ে স্টেশন বড় শুন্য শুন্য লাগে, বড় একা একা লাগে প্রদীপ মৃত হলে বিগলিত অন্ধকার অন্ধকারে জ্বলে জ্বলে অঙ্গার বড় একা একা লাগে, বুকের বাম পাশে কুয়াশার ধোঁয়া আগুনে পুড়ে ঠাণ্ডা হচ্ছে নাগরিক জীবন নগরের ঘুম ঝুলে থাকে বাসের ফুটপাতে শুন্যতা বিনয় ভবন থেকে অরশ্রী মার্কেট, অরশ্রী মার্কেট থেকে ফেয়ারলি স্ট্রেট শুন্যতা নাগরিক আশীর্বাদের ক্যানভাসে অসহায় শুন্যতা, বড় শুন্য শুন্য লাগে অসহায় শুন্যতা, অসহায় জীবন
Day: April 21, 2021
শুদ্ধতার পথে আমার যাত্রা
লাভ লসের হিসাব তো এখন পর্যন্ত করতে পারিনি। লেখালেখি আমার চিন্তার আয়না, নিজেকে দেখি। মনে যে মাছ খেলা করে তাই লেখা নামক প্রতারক জাল দিয়ে পৃথিবীর খাতায় তুলে আনি। খুব পারফেকশনিস্ট যারা আছেন তাদের থেকে আমি বহুদূরে, আদর্শিক তেল হতেও আমি চাই না, আমি কেবলই আমার মনের খেলাকে বাইরের খেলার সাথে উপস্থাপন করে থ্রী ডাইমেনশনাল চোখে দেখার চেষ্টা করি। অনেকে আমাকে কবি বলেন, অনেকে লেখক, অনেকে দার্শনিক, অনেকে বাউল, অনেকে আবার মনে মনে পীর কেবলা ভাবেন, অনেকে আবার মহাব্যবস্থাপক উপাধিও দিয়ে থাকেন। অনেকে খুব ভালো মানের পাগলও বলেন। আমি কেবল তাঁদের শব্দের দিকে চেয়ে থাকি! কোথায় পাই তারা এতো শব্দ। একটি শব্দের [আমি] অর্থ আজ পর্যন্ত আবিষ্কার করতে পারিনি। আমার আমি যখন জীবন নামক সাগরে পড়ে তীর খুঁজে পাচ্ছে না তারা তখন এমসিকিউ