
হাত বাড়িয়ে দিলে আসবে?
চলে যাবো কোনো এক দিগন্তে
পাখিদের ঘর হবে
ফুলদের সংসার তো থাকবেই
ঘুঘু প্রিয়া বাঁধবে বাসা
সুন্দর করে তুমি হাসো
সুন্দর করে হাঁটো
ঝগড়াটা করো বেশ— বিএসএফ বিজিপি বিজিবি বিএসএফ
আমাদের ঘরে বাতাস
বর্ষাপাতার মতো উড়বে তোমার লাভলক
বাঁশির সুরে পথ হারাবে
পথ পাবে আমারই পথে
কাঁঠাল পাতায় জমবে নরম রঙের অভিমান
লাজুক প্রিয়া জলকেলি বন্য সুখ আদিম গতর
আঁচলে জমা করবে বৈশাখী মিছিল সারাটা বছর
বেহুলার উঠোনে বারোমাস বেঁচে ওঠবে লখিন্দর
ভালো কথা হলো ভালো কথার দরকার হয় না সেখানে
সব নৌকা মাঝি চায়, কলম তো নাম কালির সাথে
তুমিআমি বেঁচে যায় মুঠো মুঠো প্রেমে
নেমে আসে যতসব অন্ধকারের মতো লাজুক ব্যথা
রোপিত হবো তোমার ভেতর এই তো কথা
রাধাদেহ আসওয়াদ আমার তাই গ্যাপহীন চুম্বন প্রার্থনা
চুম্বনে চুম্বনে ঝরে যায় দেহাতীত ছায়া
ঝরে যায় যাবৎ সব ভ্রমপ্রায় কালিমা
নিহত বিয়ে আর থাকে না
আর রবে না কামনায় কামনায় পুরাতন বছর
চলো না আবার হারিয়ে যাই নতুন ভোরে
কোনো এক নতুন অজানায় নতুন চোখে নতুন আয়নায়
হাত বাড়িয়ে দিলে আসবে?
আসবে আবার নরম কথার জল নিয়ে?