শিলার মতো কিছু একটা পড়ছিল যখন একমুষ্টি বৃষ্টি আমি চেয়েছিলাম উল্টো কথা শুনিয়ে আমায় ঘুম পাতালে পাতালে আমি বৃষ্টির জন্য কেঁদেছিলাম সব আকাশের নীল রঙ নেই নীল ঘুড়ি আকাশে উড়ে তবু উড়ে একমুঠো বৃষ্টি আমি চেয়েছিলাম তুমি সাগর দেখিয়ে শান্ত হলে আমি নদী পেলেই খুশি ছিলাম ঘরের ভেতর ঝরনা একটা দরকার ছিল বিদায় ঘন্টা শুনিয়ে দিলে শান্ত সুরে খুব অজানা আদিম বাড়ির অলস পুরে এক পশলা বৃষ্টি আমি চেয়েছিলাম তুফান এলে চোখের পাতায় ভর দুপুরে বাঁশপাতার সবুজ আমায় স্বপ্ন দেখায় হলুদ খামের তোমার কথা মনে করে এক পৃথিবী বৃষ্টি আমি চেয়েছিলাম