কাক কাকের মতে উড়ে তাল তালের মতো পড়ে নদী নদীর মতো বহে শিশু আপন মনে কাঁদে গতির উপরেও গতি বলে কিছু একটা থাকে থেমে থেমে আসে বোধ— বোধের সাজানো বাসর তরমুজের ব্যবসা করে যে লোকটা সেও জানে তরমুজ মানে লাল আর সবুজ জলকেলি মাংসের ভেলকি— তরমুজ জানে অন্যকিছু— অন্যরকম আলোর মতো কালো হয়ে আসে চিন্তার ঋতু। ব্যবসার ভাষায় কথা বলতে পারে না যে লোকটি সে বড় বোকা সমাজের কাছে— কিছু হয়ে ওঠে না কিছুই হয়ে ওঠে না ঘোড়ার ডিম টাইপের কিন্তু সময়ের কাছে সে যেন স্মার্ট এনাফ। কার কাছে কি কতা কমু চোখের কাছে চোখ বড় একা দরজা খোলা থাকে জানালায় বন্দী থাকে কিছু অপেক্ষা
Month: March 2021
শত শত কথার ভীড়ে
জমা হওয়া অনেক কথা
কষ্টের জেলখানা
নিজেকে অলস ভেবে যখন রোদপথে হাটতে থাকি তখন দেখি আশি বছরের উঠোন আমার কাপে থরথর, আল্লা গো এমন রোদে মাইনসে ঘুমায় ক্যামনে, ক্যামনে মানুষ করে হাড়ভাঙা পরিশ্রম, উঠোনে বৃষ্টি নামে, টুনটুনি খেলে যায় হাজার বছরের মন্তু। একলাফে হাজার বছর, একলাফে কোটি বছর, একলাফে ঘুমের ভেতর লাফালাফি করে কই মাছ, আমার লাগাতার শৈশব, শৈশবের ধান ক্ষেত, ডেইন দিয়া আমার শৈশবের হাবভাব অতলা অতলা আরাম তুলে আনে, আমার শৈশবের নাকে যদি একটি মাঠ বসাতে পারতাম তাইলে বুঝাইতাম বাবুরাম খেলে যা কারে কই, কারে কই আফনার পর। আমার শৈশব বিয়া দেখলে কত সুন্দর ইদ ইদ খেলতো। আর অহন? কেমন করে চুপ হয়ে যায়, কেন যেন অহন বিয়ার মাইদদে হালি তারে চোখে দেখে, তা অহন তাহাদের কথা শিরোনামে বক্তৃতা দেয়, আর আমি একটু পরে পরে
এক মুখে হাজার শিস
এই জাতির সমস্যা খুব গভীরে এই জাতির সমস্যা ক্ষুধায় এই জাতির সমস্যা চোখে এই জাতির সমস্যা খুব গভীরে এই জাতি না মিছিলে এই জাতি না গোপনে এই জাতি মুখে মধু অন্তরে বিষ এই জাতির এক মুখে হাজার শিস এই জাতির এক মুখে চার কথা তেলাপোকা বাজারি নেতা তাদের আলাদা আলাদা ইশ্বর তারা ইশ্বর বানায় নিজের ভোগের উপর তাদের প্রভু থাকে অনেক দূরে আকাশের ঠিক টনখানি উপরে প্রভুকে ধরা যায় না ছোঁয়া যায় না বলেই প্রভু রাম শাম কখনো প্রভু হয় না— প্রভু থাকেন আলোর মিছিলে অন্ধকার থেকে অনেক দূরে আকাশের ঠিক মাসখানেক পরে নিজের দুর্বলতা মেজাজে ঢাকে গরম গরম মেজাজ শিশুর মতো চলে যারা তারা খুব দুর্বল তিনারা ভাবে জাতিগত সমস্যা খুব গভীরে প্রসংশা করে প্রসংশা ভাঙ্গে কেবলই প্রয়োজনে চোখের প্রয়োজনে ভোগের প্রয়োজনে নামের প্রয়োজনে খ্যাতির প্রয়োজনে সচিব হওয়ার প্রয়োজনে বিছানায় পাওয়ার প্রয়োজনে মাস্টার হওয়ার প্রয়োজনে তেলতেলে শরীর হবে তোমার খুব শীঘ্রই শরীরের পোশাক থাকবে না খুব
A lie for lie
A lie for lie makes the whole world dazzling dark. A lie is dark. A lie is a killing operation against sustenance. The only lie can make you great greater, and the greatest. But not for eternity for a time one. A bombastic lie and junk food family are the same as a burgeoning but ill-founded current— win and win situation here be not found. For a mosaic life, one needs a musical job alike unveiling the dark face, and that is the mother of Pearl. What should and what shouldn't is the big fish, man! Big fish is man's paradigm towards his time cell. If I make a game today, my child will be a player morrow. So what I keep
নরসুন্দার স্মৃতি
নরসুন্দা। নদীর নাম। জন্মস্থান হুসেন পুরের পুরাতন ব্রক্ষপুত্র। নদীটির শরীর ক্যাটরিনা কাইফ টাইপের। কিশোরগঞ্জ গ্রাম্য শহরের একমাত্র নদীপ্রাণ হলেন তিনি। করিমগঞ্জের ধনু নদীর সাথে তাঁর রক্তের সম্পর্ক। কিন্তু কবেকার সুদর্শনার মতো তিনি আজ মৃত। স্থানীয় ভাষায় মরা নদী। এখনো মানুষদের মধ্যে সচেতন গোষ্ঠী লেখক, মরার নদীর বেদনায় মর্মাহত। তাইতো চুপিচুপি গোপন অভিযান চলে। নরসুন্দার যৌবন ফিরিয়ে আনার অভিযান। আশার কথা নরসুন্দার খনন কার্য শুরু হয়ে গেছে। আবারও নরসুন্দার পূর্ণলাবণ্যের ছল ছড়াবে সৌন্দর্যের অন্তর আত্মায়। কবি মেরাজ রাহীম তিনার নিত্যচলনে মুগ্ধ হয়ে প্রেম নিবেদন করবেন, শোনাবেন প্রেমের উৎসর্গে ভাষাবাণী, ‘তোমার বাড়িতে মালতি ফুটেছে আমার বাড়িতে ঘ্রাণ আমার বাড়িতে এ মরণদেহ তোমার বাড়িতে প্রাণ’ মেরাজ রাহীমের সাথে আট বছরের পরিচয়। ইথারীয় পরিচয়। তাঁর হাসিটা জন্মমাত্র শিশুর মতো তুলতুলে। মানুষটার প্রতিটি আবেদন সারল্যের জোয়ারে টুইটুই। সরলপ্লাবনে আবেদন করলেন যেন ছড়া
অলসতায় নির্বাণ
যুগপর্ব অদেশে বিআনত প্রণয় পাতালে হাঁটে ভিনদেশি বিনয় আজরাঈলের হয় না ভোর চা-নাস্তার খোঁজে প্রাণনাশের চাকরি নিয়ে মলিন বিমল হাসে মধুসময় তার ব্যস্তচাকু কাটে দূরপাল্লার নক্তচরে আমাকে ডাকে আজরাঈলের সাথে হয় কথা আলালে দুলালে জীবন আমার তোমার হাতেই চা-নাস্তা খাও মহাখুশি নিয়মিডাকাত আমার সেবায় অলসতায় নির্বাণ আজরাঈলের মাথায়
মারিয়া আর ম্যারাথনের গল্প
অসুস্থ। আমি অসুস্থ। অসুস্থ বলতে লোজ মোশন। অসুস্থ অবস্থায় জানতে পারি (০৪/০৩/২০২০) বাংলাদেশ ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে ‘Uttara 10k’ নামে একটি দৌড় ইভেন্ট। রেজিস্ট্রেশনের সময় শেষ। এখন কী হবে!? ছয় তলার এন্টম আমার নিরাশার বালুচরে আশা জাগায়। তার মাধ্যমে জানতে পারি স্পট রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। বাহ! খুবই ভালো সংবাদ। কিন্তু কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম খুজে পাচ্ছি না। ০৫/০৩/২০২০ সন্ধ্যা চারটার দিকে গাজীপুরের আরিফ ভাইকে ম্যাসেজ করি। ভাই দিয়ে দিলেন কর্তৃপক্ষের নাম্বার। পার্থ দাকে ফোন দিলাম। দাদা গ্রিন সিগন্যাল দিলেন। শ্যামলি থেকে স্পটে আসতে আসতে পাচটা বিশ। পেটের গুরুর গুরুর ডাক বর্তমান রয়েছে। রাতে ঘুম হয়েছে এক থেকে দেড় ঘন্টার মতো। মনে সাহস ছিল বর্তমান। জাস্ট ছয়টায় ম্যারাথন শুরু হলো। দৌড় দেয়ার সাথে সাথে মনে হচ্ছে পা চলবে না। মনে সাহস
‘সদর ও অন্দর’ গল্পের বেদন অবেদন নিবেদন
বিপিন। বিপিনকিশোর। তার নামের শেষে কিশোর আছে মানে বিপিন সারা জীবন কিশোর থাকবে এমন ভাববার কোনো কারন নাই। কনক্রিট সময় মানুষকে বাস্তবতার মুখোমুখি করেই থাকে। শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত যে চক্র সেই চক্রে মানুষকে পড়তেই হয়। আর তাই সময় বাস্তবতা। বিপিনকিশোরের জন্ম ধনীঘরে। তাই সে অর্থ ব্যয় করা জানে ভালোই। কিন্তু অর্থ উপার্জনের মন্ত্র তার তেমন ভালো জানা নাই। ব্যয়ের সাথে আয়ের ব্যালেন্স না থাকলে হিসাবের অভিধানে অপচয় বলে একাউন্ট হয়ে থাকে। অপচয়কারী শয়তানের ভাই। লোকে বলে। শয়তানের কোনো টাকা পয়সা ধন দৌলত নাই। বিপিনেরও টাকা পয়সা ধন দৌলত থাকে না। তার সম্বল দুই টাকা মাত্র। তাও শেষ পর্যন্ত রাজভৃত্য পুটের পকেট ভারী করে। বিপিনকিশোর আসমান থেকে পৃথিবীতে নেমে আসছিল কিনা আমরা জানি না। আমরা