You are here
Home > কবিতা >

আমি ভাসমান পথিক

পাখিরা জাহাজে উঠেছে
জাহাজ যৌবনের প্রতীক
বন্দরের রাবণরা খুব বেশি ভয়ানক
আমি ভাসমান পথিক
পাখি হলাম না, মাছ হলাম না, না হলাম ভয়ানক
পুরনো মোড়কে আমি আধুনিক আদম
মন বিলিয়ে বানিজ্য করি নিত্য সত্যচরাচর
চকচকে আয়নায় তেলকাড়া হাসি রুমালে বাধাই
তাইতো মদ হবো কাচা মদ সারা শরীরে দেশীয় আমেজ
মাতাল করে গান শোনাবো
পৃথিবীডা পাগলামির ইমেজ

Leave a Reply