You are here

শুভতম রাত্রি

শুভতম রাত্রি!
তাইতো ভালো, শুভরাত তোমার প্রতি
শান্তিতে বুজে আসুক তোমার চোখের পাতা
শান্তির অবিরল ধারায় অভিসিক্ত হোক
অভিসিক্ত হোক ভাবীকালের সোনালি দিন!
যেখানে আমার আমির অবস্থান সেখানে নেই স্থিরতা
ঘুমের আয়োজন আমার কাছে বৃথা
অন্ধকার মোড়কে ঢাকা স্বপ্ন-সফলতা
বিদায়ী ভাষণ-পৃথিবীতে যাব না আবার
যাব না সেখানে যেখানে সূর্য ডুবে গেলে সময় থেমে যায়

Θ স্যার হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও Θ

Leave a Reply

Top