You are here
Home > কবিতা >

জমা হওয়া অনেক কথা

চিরচেনা জায়গাগুলো অচেনা থেকে যায়
চিরচেনা মানুষগুলো ফুল হয়ে ঝরে যায়।।

আকাশ জুরে জোছনা উড়ে
নদীর জলে জোয়ার আসে
জোয়ারজলে ঘাটের নৌকা হাওয়া হয়ে যায়
ভালোবাসার মানুষগুলো জোয়ারেই ভেসে যায়।।

ধানের মাঠে মাজার হাটে
খেলার মাঠে কলসি ঘাটে
আজন্ম সেই স্মৃতির সাথে
জমা হওয়া অনেক কথা অবলাই থেকে যায়।।

Leave a Reply

Top