অসুস্থ। আমি অসুস্থ। অসুস্থ বলতে লোজ মোশন। অসুস্থ অবস্থায় জানতে পারি (০৪/০৩/২০২০) বাংলাদেশ ম্যারাথন আয়োজন করতে যাচ্ছে ‘Uttara 10k’ নামে একটি দৌড় ইভেন্ট। রেজিস্ট্রেশনের সময় শেষ। এখন কী হবে!? ছয় তলার এন্টম আমার নিরাশার বালুচরে আশা জাগায়। তার মাধ্যমে জানতে পারি স্পট রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে। বাহ! খুবই ভালো সংবাদ। কিন্তু কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম খুজে পাচ্ছি না। ০৫/০৩/২০২০ সন্ধ্যা চারটার দিকে গাজীপুরের আরিফ ভাইকে ম্যাসেজ করি। ভাই দিয়ে দিলেন কর্তৃপক্ষের নাম্বার। পার্থ দাকে ফোন দিলাম। দাদা গ্রিন সিগন্যাল দিলেন। শ্যামলি থেকে স্পটে আসতে আসতে পাচটা বিশ। পেটের গুরুর গুরুর ডাক বর্তমান রয়েছে। রাতে ঘুম হয়েছে এক থেকে দেড় ঘন্টার মতো। মনে সাহস ছিল বর্তমান। জাস্ট ছয়টায় ম্যারাথন শুরু হলো। দৌড় দেয়ার সাথে সাথে মনে হচ্ছে পা চলবে না। মনে সাহস