আগুন জ্বলে বস্তিতে বৃদ্ধ মা নেই স্বস্তিতে ফুলেল শিশুর বুক কাঁপে চোখের জলে বুক ভাসে অনেক পরে অনেক পরে জল কামানের আগুন আসে কালো কালো পোশাক আসে অনেক আগে অনেক আগেই নিউজ লেখার লোক আসে সব জেনে যাই তাই হাসি এতো ঘৃনা কই রাখি ভদ্ররা সব অফিসে চিকেন কাবাব ফাস্টফুডে ভালো আছি ভালোই আছি দেশটাতে