You are here
Home > কবিতা >

শান্তিবাতাস, তোমার ঘরে

সুখের সময় নাইবা পেলে পাশে
দুখের সময় বজ্রপাতের সাথে
একলা পথে হাঁটতে গিয়ে দেখো
আলো হয়ে পথ দেখাবো রাতে
আলোর সময় অনেক পোকা আসে
আগুন হয়েও জলের মতো নাচে
মাঘের শীতে তুমি যখন কাঁপো
মেঘের বানে তুমি যখন ভাসো
সব শালারা লুঙ্গি তুলে হাসে
আমিও এখন হাসি সরল হাসি
তোমার চেনা পথ ছেড়ে উল্টো পথে হাঁটি
ভালো থেকো ভালো মতো বাজাও সুখবাঁশি
শান্তিবাতাস তোমার ঘরে আসুক রাশি রাশি

Leave a Reply

Top