
রাধাস্নাত প্রকৃতি আমার
ঝরা একখান মায়া
আধখান প্যাঁচানো মারীচকায়া, আধখান ফানুসপায়া
প্রকৃতিমানব শূন্য হয়েছে কৃষ্ণশূন্যতায়
হংসমৈথুন আস্তানা গড়েনা দাহ্যমথুরায়
লীলাপদ্ম কেন পেতেছে আসন আয়ুনঘোষ কাতরায়
লিলিথকাব্য আকাশ হয়েছে
ভাঙামেঘ উড়ে যায়
বড়ায়ি তোমার ইচ্ছাপাখা মেলে ধর
রাধাপৃথিবী বাতাস হয়েছে অনলে আনলে
কৃষ্ণপাতা হেলিয়ে পড়ে লিলিথকমলে