You are here
Home > কবিতা >

ঝাউখোলাচোখ

গোলাপের যৌবন গন্ধে বাড়ে
চাদের বয়স কমে জোছনায়
জলের ছন্দে বাড়ে শাপলার বুক
লোভে বাড়ে আকাঙ্খা বেদনা শোক

রাত না দিন
বুঝে উঠা কঠিন

ঝাউখোলাচোখ
মাছধরাঘুম
স্বাধীন স্বাধীন

কাপে বাড়ে চায়ের বয়স— জন্ম-মৃত্যু তার কাপের পৃথিবী
চোখে বাড়ে চিরচেনা আকাশ— সাদা নীলের চলক ধ্রুবক
অপেক্ষায় বাড়ে প্রেমিকের সাজ— চোখের নয় মনোমাদক
কান্নায় কমে রোগের বয়স— বিনা নোটিশে অতি উত্তম নগদ
কথায় কমে কাজের বহর— উদাস উচাটন গম্ভীর সর্বগত

Leave a Reply

Top