ওতুটুক = এতটুকু তাম্বু লাল= সূর্য অস্ত যাওয়ার পূর্বে চূড়ান্ত লালিমা [তাম্বুল মানে পান, তাম্বু লাল মানে পান খাওয়ার পর মুখে যে লাল আভা ছড়ায় তার সাথে সূর্যের অস্ত যাওয়ার চূড়ান্ত মুহুর্তের তুলনা~ হাইনজা বদা তাম্বু লাল]। বদা = নিতম্বে থাপ্পড় দেয়া, পরাজয় সূচক ধ্বনি [দেশীয় খেলায় পরাজিত খেলোয়াড়দের নিতম্বে জয়ী খেলোয়াড়রা নিদিষ্ট সংখ্যাক থাপ্পড় দিত] হেমাদে =থেমে যাওয়ার নির্দেশ গেছেগা = চলে গেছে [ পুরাঘটিত বর্তমান + সাধারণ অতীত] লইছে = নিয়েছে, নেয়া, থাকা [বালেল লাইগগা লইছে গা~ ক্ষুদ্র কিছুর জন্য অযথা আকুতি] বুগুল দিয়ে যাওয়া = পাশ দিয়ে যাওয়া লেদা = পশু-পাখির বিষ্ঠা ওলাহাইননা = অভিবাসী, শেকড় ছাড়া ওলা বিলাই = হিংস্র পুরুষ বিড়াল টুলা = বন বেড়াল হিয়াল = শেয়াল বাইসাব = বড় ভাই পাজুন /বেনদা= লাঠি, পশু-পাখি চড়ানোর লাঠি হেদা = ওম দেওয়া, তাড়ানো চুহুইল = ধান থেকে প্রাপ্ত তুষ আইললা= দেশীয়