
কলসি কাঁখে সখি জলস্নানে যাও
জলের আয়নায় আচার্য আপনারে দেখাও
কোলাহলে কলরব ঠোঁটের ক্যাম্পাস
পতিত অধরে রক্তের ইতিহাস
মা তোমার হয়েছে ব্যাকুল রক্তের জন্মে–
হোঁচট খেয়েচি। তাই ঠোঁট ফেটে রক্ত আসে। তবে কলসি ভাঙেনি কেন? কলসি পেয়েছে জলের স্পর্শ। ঠোঁট পেয়েছে পাথরের স্পর্শ!!
কণ্ঠে কেমন যেন মাটির ঘ্রাণ
রসে রসাতল মেয়ে আমার জীবের প্রাণ
২৭,০৮,২০১৩, রাত ১.৩০, জিয়া হল