You are here

জানিনা কেন যে

জানি না
কেন যে
তোমারে বেসেছি ভালো বেসেছি ভালো।।

তোমাতে
তোমাতে
পেয়েছি
আধার আর আলো
আধার আর আলো।।

আমি
আমি তো ছিলাম একা
এলে
এলে তুমি
দিলে দেখা দিলে দেখা।।

নিশিদিন প্রতিদিন ডাকি তোমায়
অন্তরে ছবি আকা
তুমি ত নাই তুমি ত নাই।।

জানি তুমি ফিরবে না আর কোনোদিন
শুনবো না প্রিয় সুর স্মৃতিতে মলিন
স্মৃতিতে মলিন।।

Leave a Reply

Top