যখন সে সিংহাসনে তখন সে রাজা যখন সে যুদ্ধের ময়দানে তখন সে সৈনিক যখন সে মঞ্চে তখন সে বক্তা যখন সে মাঠে তখন সে খেলোয়াড় যখন সে রাজনীতিবিদ তখন সে দূরদর্শী যখন সে ছাত্র তখন সে বিনয়ী যখন সে প্রেমিক তখন সে শিশু আমি এমন একজন মানুষ চাই আমরা এমন এক নায়ক চাই আমাদের এমন এক নেতা প্রয়োজন
Day: September 6, 2020
পালাতে হবে নতুবা জেগে উঠবে যতসব বিপ্লবের আগুন
মানুষের সাথে আমার আন্ডারগ্রাউন্ড সম্পর্ক কে আছো সম্পাদক কে আছো প্রোডিওসার পালাও পালাও অফিস ঘেরাও হবে জ্বলবে আগুন দাউ দাউ। শিল্পের নামে চলছে যৌনতার ব্যবসা বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে প্রোগ্রাম এই মাটি এই শিল্প তোমার আব্বার না, জনগনের গ্রাম। এই গ্রামে ফুলের চাষ হবে, মৌমাছি আবার আকাশে উড়বে, মাছের বাজারে মাছি করবে ভনভন। যে কৃষক ফসল তুলতে গিয়ে ঘাম ঝড়ায়, যে নদীকন্যা পৃথিবীর ভার বুকে নিয়ে সংসারপথে গতি হারায়, যে লেখক স্রোতকে ধাক্কা দিয়ে বিপ্লব বানায়-- তাঁদের কাছে মাথা নত করে নদীর জোয়ারের মতো চিনে নিবো আশালতা ফল, সমাহিত মন, হৃদয়ের জন, জীবের আগের জল ভুলে যাবো নেমে আসা যতসব ভয়ার্ত কনকন। তোমাদের কাছে খুচরো পয়সার মতো গরীবের জীবন গরীব মরে আইনের ফাঁদে, তোমাদের আদালত রোজ চলে এসিরুমে তোমাদের মানবিক বৈঠক টেবিলের নিচে কাজ চালায় আমাদের সম্পাদক মানুষের সাথে আমার আন্ডারগ্রাউন্ড জীবন নো টক নো টক!
তাও তে চিং
জীবনে অনেকের সাথে আড্ডা দিয়ে শান্তি পেয়েছি।তবে বেশ শান্তি পেয়েছি হাতেগোনা কয়েকজনের সাথে। হাতেগোনা কয়েকজনের মধ্যে লাও ৎস একজন। ভদ্রলোক চীনা। চীনাদের ডি,এন,এ - এর পরম্পরা আত্মমর্যাদার দিকে। ভদ্রলোক বেশ আত্মমর্যাদা সম্পন্ন। কথা বলেন জ্ঞানীদের মতো। তবে জ্ঞানী মনে করতে ভালো লাগে না, তাকে গুরু হিসাবে মেনে নিতে আরামদায়ক। তাই লাও ৎস আমার গুরু। লাও ৎস মানে বৃদ্ধ-তরুণ। আমি তো সাধারণত নিজেকে পণ্ডিত মনে করি। কথা শুনি নতুবা শোনায়। তাই প্রথমে তাঁর মনস্তাত্ত্বিক বাক্যপ্রবাহ কথা শুনতে আকর্ষণ তৈরি করে-- ``মানুষ যখন বুঝতে শুরু করে, সে সবই জানে তাকে পথ দেখানো মুশকিল " তারপর থেমে থেমে কীযেন তিনি বলছেন, আমি মুগ্ধ হয়ে শোনছি -- ``সেনাপতির বক্তব্য হবে - প্রথমে সামনে এগুনো নয় ভালো হচ্ছে অপেক্ষা আর অবলোকন করা এক ইঞ্চি এগুনোর চেয়ে কখনো তিন হাত পেছান ভালো।" আরে, এ তো আমার
জানিনা কেন যে
জানি নাকেন যেতোমারে বেসেছি ভালো বেসেছি ভালো।।তোমাতেতোমাতেপেয়েছিআধার আর আলোআধার আর আলো।।আমিআমি তো ছিলাম একাএলেএলে তুমিদিলে দেখা দিলে দেখা।।নিশিদিন প্রতিদিন ডাকি তোমায়অন্তরে ছবি আকাতুমি ত নাই তুমি ত নাই।।জানি তুমি ফিরবে না আর কোনোদিনশুনবো না প্রিয় সুর স্মৃতিতে মলিনস্মৃতিতে মলিন।।https://video.fcgp17-1.fna.fbcdn.net/v/t42.9040-2/118697373_576946926395293_1148964939132445363_n.mp4?_nc_cat=101&_nc_sid=985c63&efg=eyJ2ZW5jb2RlX3RhZyI6ImxlZ2FjeV9zZCJ9&_nc_ohc=CU-PH7zAppoAX_QjHG6&_nc_ht=video.fcgp17-1.fna&oh=8194a6f221813acb8eba1980f1dcf280&oe=5F54E5F6#_=_