You are here

দূরাগত তারা

মিছে মিছে এতো কেন স্বপ্ন সাজে
মিছে মিছে এতো কেন দুতারা বাজে
মিছে মিছে এতো কেন মনটা সাজে
দূর কুয়াশায়
দূর কুয়াশায় স্বপ্ন মেলে

দূরাগত তারা কেন আমাকে ডাকে
আমি কেন ঝরে যাওয়া মেঘের বাঁকে
ভোর কুয়াশায়
ভোর কুয়াশায় স্বপ্ন খোলে

দূরাগত তারা সদা একা না থাকে
একা মনটা ছেড়ে ঝঞ্জা ছোটে তার পাশে
ঘন কুয়াশায়
ঘন কুয়াশায় স্বপ্ন দোলে

29082014, 313

Leave a Reply

Top