
মিছে মিছে এতো কেন স্বপ্ন সাজে
মিছে মিছে এতো কেন দুতারা বাজে
মিছে মিছে এতো কেন মনটা সাজে
দূর কুয়াশায়
দূর কুয়াশায় স্বপ্ন মেলে
দূরাগত তারা কেন আমাকে ডাকে
আমি কেন ঝরে যাওয়া মেঘের বাঁকে
ভোর কুয়াশায়
ভোর কুয়াশায় স্বপ্ন খোলে
দূরাগত তারা সদা একা না থাকে
একা মনটা ছেড়ে ঝঞ্জা ছোটে তার পাশে
ঘন কুয়াশায়
ঘন কুয়াশায় স্বপ্ন দোলে
29082014, 313