You are here

রেললাইনের পাথর

তুমি কি ভুলে গেছো

তুমি কি ভুলে গেছো

বিছানো সে রাত

পাখিদের ঘরে ফেরা

হয়নি হয়নি

হয়েছে আমাদের প্রভাত।।

প্রবাল

ভেসে যায় ভেসে যায়

থেকে যায় থেকে যায়

রেখে যায় রেখে যায় আমাদের রাত।।

গল্প জমা হলে

মেঘেদের দেশে গেলে

বৃষ্টি হয়ে ঝরে

সৃষ্টি হয়ে ঝরে গল্প বিরাট ।।

চোখে চোখে কথা বলা

ইশারায় পথ চলা

মনে মনে গন্ধ তুলা

দুটি মন এক হয়েছে

দুটি মন এক রয়েছে

হয়েছে লোপাট।।

Leave a Reply

Top