You are here
Home > কবিতা >

তুমির কত রং

একজন একদিন অনেক রাতে ফোন করে বলল “ভালবাসি”
তারপর চলে গেলে অনেক দূর
আমার কথাটুকু সে শুনল না
অনেকদিন পর তাকে খুঁজে পেলাম গোলাপ ফুলের গন্ধে শাপলা ফুলের ছন্দে
আমিও বললাম “ভালোবাসি”
আমার কথা সে বুঝলো না
দূরতম দ্বীপ সে
দূরতর দ্বীপ আমি
ঢেউয়ের মতো কাছে এসে
দুজনেই জলে বাঁচি

Leave a Reply

Top