You are here

তোমার নামে নামি আমি

তোমার নামে নামি আমি

তোমার কথায় চলি
তুমি দেখাও আগুন পাথর
বরফ পেলে গলি।।
নীরবে সরব থাকিয়া
কবিতা করো বসিয়া
যা দেখাও তা দেখি আমি তবু দেখি না।।
তমসা নিবিড় অন্ধকার
আলোতে চোখে দেখা ভার
তুমি আলো তুমি আধার তুমিই সরকার।।

Leave a Reply

Top