
চর সোনারামপুর আশুগঞ্জ উপজেলার অধীনে একটি দ্বীপ গ্রাম। এটি মূলত একটি জেলে পল্লী। তবে বিচিত্র পেশার মানুষের এখানে দেখা মিলে। হিন্দু মুসলিম পরিবারের মধ্যে এক অপূর্ব মানসিক ঐক্য এখানে বিরাজ করে। এই দ্বীপ গ্রামের এক পাশে আশুগঞ্জ বন্দর, অন্যপাশে ভৈরব বাজার। মেঘনা তাদের জীবনে দিয়েছে প্রান, প্রানে দিয়েছে ভাষা।