বুদ্ধদেব বসুর উপন্যাস 'রাত ভ'রে বৃষ্টি'। বুদ্ধদেব জন্মগ্রহন করেন কুমিল্লায়। 'রাত ভ'রে বৃষ্টি' জন্মগ্রহন করে ১৯৬৭ সালে। জন্মই যেন তার আজন্ম পাপ। তাইতো ১৯৬৯-৭৩ পর্যন্ত মামলার মুখোমুখি হতে হয়েছে তাকে মানে 'রাত ভ'রে বৃষ্টি'কে। কারন কী?কারন সহজ। খুব সহজ। অশ্লীলতার দায়ে 'রাত ভ'রে বৃষ্টি'কে কাঠের ঘরে দাড়াতে হয়েছে। শেষে-মেষে অবশ্যই তাকে নিষ্পাপ ঘোষনা করা হয়। কিন্তু অশ্লীলতার দায় ত এমন এক দায় যা চূড়ান্ত হিসাবেও ডেবিট দেখানো যায় না। অর্থাৎ আমাদের সমাজে অশ্লীলতার অভিযোগ হয়তো মুছে যায় কিন্তু চিহ্ন থেকে যায় স্লোগানে স্লোগানে। আপস্টেজ ( পহেলা মে, দুই হাজার ১৯) 'রাত ভ'রে বৃষ্টি' নামে উপন্যাসটিকে মঞ্চায়ন করেছে। এই উপন্যাসটির প্রথম মঞ্চায়ন তারা করে ১৯ জুলাই, ২০১৯। সাধারন একটি সেট নির্মান করে মাত্র তিন জনের চারিত্রিক প্রবাহে মধ্যবিত্ত দাম্পত্য সংকলনযোগ্য-সংকট স্পষ্ট থেকে স্পষ্টতার দিকে
Day: May 26, 2020
কনডম কেন? কোথায়?
কনডমকে গ্রাম এলাকায় বলে ফুটকা। বাচ্চা দোকানে যায় এবং দোকানদারের কাছে ফুটকা চায়। দোকানদার ফুটকা দেয় এবং হাসে। বাচ্চা ফুটকায় বাতাস করে বেলুন বানায়, বেলুন দিয়ে আনন্দ খেলে। রাতে বাচ্চার বাবা দোকানে যায় এবং এইদিক সেইদিক ভালো করে দেখে নিয়ে লজ্জাচোখে দোকানদারের কাছে ফুটকা চায়। দোকানদার ফুটকা দেয় এবং হাসে। বাচ্চার বাবা ফুটকা থেকে বাতাস বের করে ইনজেকশন বানায়, ইনজেকশন দিয়ে আনন্দ খেলে। ## এই গল্প থেকে আমরা শিখতে পারলাম বাবারা যে জিনিস থেকে বাতাস বের করে, বাচ্চারা সেই জিনিসে বাতাস ভর্তি করে।