তোমার চোখে বৃষ্টি কেমন ভেবেও আমি ভাবি না তোমার চোখে রোদের খেলা দেখেও আমি দেখি না একলা আমি সাগর তীরে সাগর আমি সাগরমুখী পেছন থেকে স্মৃতির খেলা গল্প আমার লুকোচুরি আকাশ বেয়ে চাঁদ উঠে মেঘও তার প্রতিবেশী পেছনে সব উড়াল পাখি সমাজ নিয়ে দারুন খুশী বয়ে চলা জীবন নিয়ে প্রশ্ন করি উত্তর লিখি বর্ষাজলে বেহুলা ভাসে স্বর্গ কোথায় স্বর্গ খুঁজি জীবন যাবে জীবন রবে আসবে তুমি আসবে আমি আবার যখন দেখা হবে বলবো তোমার প্রেমিক আমি
Day: May 13, 2020
রেজা বন্ধু আমার
রেজা বন্ধু কই গেলা তুমি? তোমারে আমি হারিকেন লাগাইয়া হুজি-- দোহানে হুজি, বাজারে হুজি, বোলপুর ইস্টিশনের প্লাটফর্মে হুজি, ব্রক্ষ্মপুত্র নদের পুব পারে হুজি-- তোমার দেখা নাই তো নাই-- আমারে তুমি এমন কইরা বুইল্যা যাইতে পারলা, পারলা রেজা বন্ধু! মানু কেমনে পারে মানুরে টুসটাস বুইল্যা যাইতে! আমি তো তোমারে বুলি নাই-- আবার রবীন্দ্রনাথের মতো কইও না নয়নের সামনে তুমি নাই বিধায় নয়নের মাইদদে নিছ ঠাই-- হুদা জানি তর লাইগগা হৃদয় আমার ফালদা ফালদা ওডে-- আয়নায় চাইলে হালি গুলা গুলা লাগে -- চোখের বিততে একটা আস্তা ডাহাইত দেখি-- এই ডাহাইত কী জানে বন্ধু আমার কই আছে? বন্ধুরে দেহার মনে লই, আদুর কইরা হের লগে যদি কতা কইতে পারতাম-- বন্ধু তোমারে যেদিন হারাইছি হেদিন থেইক্কা আমি বুলি গেছি মান আরাফা নাফসাহু ফাগাদ আরাফা রাব্বাহুর কথা,
জানালায় বন্দী থাকে রাত আর দিন
কাক কাকের মতে উড়ে তাল তালের মতো পড়ে নদী নদীর মতো বহে শিশু আপন মনে কাঁদে গতির উপরেও গতি বলে কিছু একটা থাকে থেমে থেমে আসে বোধ-- বোধের সাজানো বাসর তরমুজের ব্যবসা করে যে লোকটা সেও জানে তরমুজ মানে লাল আর সবুজ জলকেলি মাংসের ভেলকি-- তরমুজ জানে অন্যকিছু-- অন্যরকম আলোর মতো কালো হয়ে আসে চিন্তার ঋতু। ব্যবসার ভাষায় কথা বলতে পারে না যে লোকটি সে বড় বোকা সমাজের কাছে-- কিছু হয়ে ওঠে না কিছুই হয়ে ওঠে না ঘোড়ার ডিম টাইপের কিন্তু সময়ের কাছে সে যেন স্মার্ট এনাফ। কার কাছে কি কতা কমু চোখের কাছে চোখ বড় একা দরজা খোলা থাকে জানালায় বন্দী থাকে কিছু অপেক্ষা
পাথর তারপর জল থেকে দূরে
দুঃখ পেলে আকাশে চোখ রেখো একটা তারা জ্বলছে রোজ নামছে নিচে দেখো দুঃখ পেলে জানালা খুলে দিও আসবে বাতাস আমারই মতো প্রানে টেনে নিও দুঃখ পেলে কবিতা পড়তে বসো কাব্য সুখের আলো আসবে উদার মনে হেসো দুঃখ পেলে জলের পাশে হেঁটো ঢেউয়েরা সব গায়বে গান দুঃখসুতা কেটো দুঃখ পেলে দুঃখ করো বসে চোখের জলে কথা বলো নিজের সাথে হেসে
চাষে জীবন
বড় কিছু হলে হলাম না হয় হলাম আকাশ থেকে একটি চাঁদ পেলে পেলাম না হয় পেলাম পৃথিবীকে দেশের মত দেখতে গেলাম না হয় গেলাম তোমার ভেতর লুকিয়ে থেকে সুখটি নিলাম না হয় নিলাম নিষাদ রাতের সাগর থেকে শান্তি এনে তোমায় দিলাম না হয় দিলাম আকাশ ভরা তারার দেশে ঘুরতে গেলাম না হয় গেলাম ভালোবাসি বলতে গিয়ে বলে ফেললাম না হয় ফেললাম যুদ্ধ তবে বেঁধে গেল না হয় গেল বৃষ্টি তবে হয়ে গেল না হয় গেল জোয়ার তবে এসে গেল না হয় গেল জেলে তবে জাল ফেলল না হয় ফেলল আমিও আকাশ আশা রাখি হবো চাষা চাষে জীবন চাষে জীবন জীবন খাসা