You are here
Home > কবিতা >

আশার রক্তে দেহতরী

আশায় বাঁধি বাসা
আশায় ফুটায় ফুল
আশার তরে জীবন মরণ
আশায় সুখের মূল

আশায় আশায় জীবন খেলা
আশায় মাঝি চালায় ভেলা
চলতে-ফিরতে যাইতে আইতে
সকাল দুপুর সন্ধ্যা রাইতে
আশার তাবিজ বুকে নিয়ে
সরাই বিপদ আপদ তালা

সাগরে ভাসায় জাহাজ নাবিক
জলের চেয়েও সাহস অধিক
আশা নিয়ে ফুলের পাঁপড়ি
গন্ধ বিলায় এদিক সেদিক

আশায় কৃষক ফসল বুনে
আশায় ভাষা সাজে কনে
আশেক যায় মাশুক সনে
জোয়ার আসে আশার টানে
আশায় গায়ক গানে গানে

জীবন চলে আশায় আশায়
আশা নাচে আশাই নাচায়

Leave a Reply

Top